Search Suggest

জোরপূর্বক বিয়ে বা কাবিন করালে কি করবেন?


অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কোন মেয়ে বা তার পরিবার জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে বা প্রতারণার আশ্রয় নিয়ে বিয়ে করিয়ে দিলে বা সাধ্যের বাইরে কাবিন করিয়ে দিলে আইনগত ভাবে কি করা যাবে। 

দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে একটা চক্র আছে যারা বিয়ে টাকে একটা ব্যবসা হিসেবে বেছে নিয়েছে।  এরা বেছে বেছে কিছু ছেলেকে টার্গেট করে তা
দেরকে জিম্মি করে বিয়ে করে।  বিয়েতে মোটা অংকের দেনমোহর ধার্য্য করা হয়। এর কিছুদিন পরে ছেলেকে তালাক দিয়ে দেনমোহরের জন্য চাপ প্রয়োগ করা হয় অথবা মামলা দায়ের করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে কিন্তু ছেলে মেয়ে কে পছন্দ করে না। সেক্ষেত্রে মেয়ে নিজে বা তার পরিবারের সাহায্যে কৌশলে বা জোরপূর্বক ভাবে বিয়ে করে। বিয়েতে মোটা অংকের টাকা দেনমোহর হিসেবে ধার্য্য করা হয়। ফলে ঐ ছেলের জন্য এটা মারাত্মক সমস্যার সৃষ্টি করে।

ছেলে বা মেয়ে যে পক্ষই এটা করুক না কেন এটা বাংলাদেশি আইনে কঠিন শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি দাবি করে তাকে জোর করে বিয়ে করা হয়েছে তাহলে সে তালাক দিয়ে দিলেই হয়তো বা সমস্যার একটা সমাধান হয়ে যায়। কিন্তু ছেলেদের সমস্যা হয় যখন দেনমোহরের টাকা তার সাধ্যের বাইরে চলে যায়। বিয়ে যদি জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে করা হয় তাহলে ক্ষতিগ্রস্থ পক্ষের একটা উপায় আছে সেটা হলো শারিরীক সম্পর্ক থেকে বিরত থেকে যতদ্রুত সম্ভব অপর পক্ষের বিরুদ্ধে থানায় বা আদালতে ক্রিমিনাল মামলা দায়ের করা। পাশাপাশি বিয়েকে অস্বীকার বা চ্যালেঞ্জ করে অবশ্যই দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন অপরপক্ষের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে না। একবার বিয়ে টাকে মেনে নিলে পরবর্তীতে ঐ বিয়েকে আর অস্বীকার করা যায় না। আর একবার বিয়ে কে স্বীকার করে নিলে অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। 

আর যাদের শুধুমাত্র দেনমোহরের টাকা বেশি হওয়া নিয়ে সমস্যা তারা পরবর্তীতে সামাজিকভাবে বসে দেনমোহরের টাকার পরিমাণ কমিয়ে নিতে পারবেন। সামাজিকভাবে সম্ভব না হলে যতদ্রুত সম্ভব আদালতে চ্যালেঞ্জ করতে হবে। 



  • [accordion]
    • লেখক সম্পর্কে জানুন
      • পোস্টটি লিখেছেন- [ মোঃ আজাদুর রহমান ##pencil##] তিনি লিগ্যাল ভয়েস ব্লগের এডমিন ও সম্পাদক। পেশাগত জীবনে তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টে কর্মরত আছেন।
    • ফ্রি আইনি পরামর্শ পাবেন যেভাবে
      • আইন সচেতন সোনার বাংলা গঠনের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে লিগ্যাল ভয়েসের যাত্রা শুরু হয়েছে। যারা শহরে বসবাস করেন তারা কোন আইনি জটিলতায় পড়লে খুব সহজেই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আইনি সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করেন তারা কোন আইন সমস্যায় পড়লে দিশেহারা হয়ে পড়েন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসের কারণে আইনজীবীর সাথে যোগাযোগ করে পরামর্শ করা দুরুহ হয়ে পড়ে। ফলে সমস্যা দিন দিন জটিল হতে থাকে। সঠিক পরামর্শের অভাবে অনেকেই সঠিক পদক্ষেপ না নিয়ে পরিস্থিতি আরও বেশি জটিল করে তোলেন। ফলে সমস্যা থেকে উত্তরণের কোন পথ তো পানই না উল্টো মানসিক ও শারিরীকভাবে ভেঙে পড়েন। তাদের কথা মাথায় রেখে লিগ্যাল ভয়েস কর্তৃপক্ষ প্রশ্নোত্তর বিভাগ চালু করেছে। আপনি খুব সহজেই আমাদেরকে আপনার আইনি সমস্যার কথা জানাতে পারবেন। পাবেন আইনি সমস্যা থেকে উত্তরণের সঠিক পথ। আমাদের প্রশ্নোত্তর বিভাগে যুক্ত হতে [ এখানে ক্লিক করুন। ] 
    • আপনিও লিখুন আমাদের ব্লগে!
      • সুপ্রিয় লিখিয়ে পাঠক! আপনি জেনে নিশ্চয় আনন্দিত হবেন যে, আইন সচেতন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ। চাইলে আপনিও হতে পারেন এই গৌরবের একজন গর্বিত অংশীদার। আমাদের ব্লগে নিবন্ধন করে আপনিও হতে পারেন আমাদের সম্মানিত লেখক। লিখতে পারেন আইন-আদালত, পরিবেশ, ইসলামী আইন যেমন কোরআন, হাদিসের আইনগত বিষয়, প্রাকৃতিক আইন, বিভিন্ন অপরাধ সম্পর্কিত প্রতিবেদন বা অভিজ্ঞতা বা অনুভূতি, অন্যায়, দূর্নীতি, হয়রানী, ইভটিজিং, বেআইনী ফতোয়া, বাল্য বিবাহ ইত্যাদিসহ যাবতীয় আইনগত বিষয়াবলী নিয়ে। আমাদের ব্লগের সদস্য হোন আর হারিয়ে যান জ্ঞান বিকাশের এক উন্মুক্ত দুনিয়ায়!
    • আমাদের কথা
      • লিগ্যাল ভয়েস হলো দেশের  সর্ববৃহৎ এবং একমাত্র আইন সম্পর্কিত পূর্ণাঙ্গ বাংলা ব্লগ কমিউনিটি। প্রতিনিয়ত আমাদের সমাজের মানুষ সচেতনভাবে কিংবা অসচেতনভাবে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এ ছাড়া বিভিন্ন আইনগত জটিলতায় পড়ে জীবন নষ্ট করে ফেলছে। অনেক সময় আইন না জানার কারণে আমাদেরকে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়। একটু আইন জানলে হয়তো এসব ভোগান্তি হতে নিজেকে রক্ষা করা যেত। আইনের একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো আইন না জানা কোন অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ কেউ কোন অপরাধ করে যদি বলে আমি আইনটি জানতাম না। জানলে এই অপরাধ টি করতাম না। আইনে এই অজুহাতের কোন গ্রহনযোগ্যতা নেই। কাজেই আইন জানা ছাড়া আমাদের অন্য কোন বিকল্পও নেই। দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের বিভিন্ন আইনী জটিলতায় পড়তে হয়। তাই আইন কানুন সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক। আইন জানা আমাদের জন্য এমন অপরিহার্য্য বিষয় হলেও আইন জানার জন্য আমাদের দেশে ভাল কোন প্ল্যাট ফর্ম নেই। বিশ্ববিদ্যালয় বা ল কলেজ গুলোর বিষয় আলাদা। তাই সাধারণ মানুষের দোর গোড়ায় টুকিটাকি আইন কানুন পৌছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই ২০১৮ সালের ফ্রেব্রুয়ারী মাসে লিগ্যাল ভয়েসের যাত্রা শুরু। আইন সচেতন সোনার বাংলা গঠন করাই লিগ্যাল ভয়েসের মূল উদ্দেশ্য। বিভিন্ন লেখনীর মাধ্যমে লিগ্যাল ভয়েস সাধারণ মানুষের আইন শেখার পিপাসা নিবারণ করে থাকে। এ ছাড়া লিগ্যাল ভয়েস যে কোন ধরনের আইনগত সমস্যায় বিনা খরচে পরামর্শ প্রদান করে থাকে। আমাদের সাথে থাকার জন্য সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা ।

একটি মন্তব্য পোস্ট করুন