Search Suggest

বিদ্যুৎ বিল চাওয়ায় প্রকাশ্যে ‍গুলি: আহত ৫



নারায়ণগঞ্জের চাষাড়ায় বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে ভবন মালিকের গুলিতে রেস্টুরেন্টের ম্যানেজার কাজল ও কর্মচারী আওয়ালসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আংগুরা শপিংয়ের নীচতলায় সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত ভবনের মালিক আজহার তালুকদার, তাঁর ছেলে ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

রেস্টুরেন্টের মালিক শুক্কর জানান, আজাহারের ছোট ভাইয়ের কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নেন তিনি। পানি অপচয়ের কারণে বিদ্যুতের বেশি বিল আসে বলে তাঁর কাছে টাকা দাবি করেন আজাহার। এ নিয়ে তাদের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে বাসা থেকে নিয়ে আসা লাইসেন্স করা শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন আজাহার। এতে রেস্টুরেন্টের ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থলে আসা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা বলেন, ‘পানির অপচয়ে বিদ্যুৎ বিল বেশি আসে বলে ভবনের একাংশের মালিক আজাহার টাকা দাবি করেন রেস্টুরেন্টের মালিকের কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে শটগান দিয়ে দুই রাউন্ড গুলি করে আজাহার। গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন